বিদ্যুৎ ব্যবহারে দেশবাসীকে আরো সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
এ সময় রাষ্ট্রপতি বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নে বিদ্যুৎ উৎপাদন যেমন জরুরি, তেমনি এর সাশ্রয়ী ব্যবহারও গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ ছাড়া একবিংশ শতাব্দীর এ বিকাশমান সভ্যতা অচল। মূলত বিদ্যুৎ ও উন্নয়ন হাত ধরাধরি করে চলে। সরকার সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে।’