উন্মুক্ত স্থানে ধূমপানের দায়ে চট্টগ্রামে আটজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহষ্পতিবার নগরীর নিউ মার্কেট এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পারিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি।
একইসময়ে ভ্রাম্যমান আদালত রেয়াজুদ্দিন বাজার এলাকার তিনটি দোকানে অভিযান চালিয়ে দুই বস্তা অনুমোদনহীন বিদেশী সিগারেট জব্দ করে। এর মধ্যে একটি দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার জানান, ধূমপান আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে জব্দ হওয়া অনুমোদনহীন সিগারেটগুলো ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।