ঢাকা: তেহরিক-ই ইনসাফের (পিটিআই) নেতা ড. আরিফুর রেহমান আলভি পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল ইলেক্টোরাল কলেজের ভোটাভোটিতে জয় পান তিনি। সবকিছু ঠিক থাকলে আরিফুর রেহমান আলভি পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।
অনলাইন ডনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার পাকিস্তানে সিনেট, জাতীয় ও প্রাদেশিক পরিষদের সমন্বয়ে গঠিত ইলেক্টোরাল কলেজে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাভোটি হয়। এতে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন আরিফুর রেহমান আলভি। প্রেসিডেন্টের হওয়ার দৌড়ে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করেছেন পিএমএল-এন সমর্থিত প্রার্থী ফজলুর রেহমান ও পিপিপি’র সিনিয়র নেতা আইতাজ আহসান। আরিফুর রেহমান এককভাবে যে ভোট পেয়েছেন তা বাকী দুই প্রার্থীর সমন্বিত ভোটের চেয়েও বেশি। পিটিআই সমর্থিত প্রার্থী আরিফ মোট ২১২টি ভোট পেয়েছেন। অন্যদিকে, ফজলুর রহমান ১৩১টি ও আহসান আইতাজ ৮১টি ভোট পেয়েছেন। পাকিস্তানের নির্বাচন কমিশন বলেছে, আগামীকাল তিন প্রার্থীকে ডাকা হবে। পরে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।