গাজীপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানকে সুইজারল্যান্ড বানানো হবে। আর পাকিস্তানের সাংবাদিকদের দাবি, ১০ বছরের মধ্যে পাকিস্তানকে বাংলাদেশের মত উন্নত করতে হবে। মন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নতি দেখে বারাক ওবামাও বলেছেন, ফলো বাংলাদেশ, ফলো শেখ হাসিনা।
আজ মঙ্গলবার গাজীপুর রাজবাড়ি মাঠে গাসিকের নতুন মেয়র জাহাঙ্গীর আলমের দায়িত্ব গ্রহন উপলক্ষ্যে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, এডিবিতে ৬’শ কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রকল্প দেয়ার সাথে সাথেই পাশ হয়ে যাবে। তিনি প্রধান অতিথির উদ্দেশ্যে বলেন, গাজীপুর মহানগরবাসী ঢাকা থেকে প্লান পাশ করায়। এই ক্ষমতাটা গাজীপুর সিটিকরপোরেশনকে দিলে নগরবাসীর আশা পূরণ হবে।
গাজীপুরের জেলা প্রশাসক ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেলক হক এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুর-২ আসনের এমপি জাহিদ বাহসান রাসেল, ঢাকা দক্ষিন সিটিকরপোরেশনের মেয়র মোঃ সাঈদ খোকন, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আখতার উজ্জামান, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ প্রমূখ।
দায়িত্ব গ্রহন শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপির নেতৃত্বে একটি দল সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয়।