ঢাকা: তথ্য প্রযুক্তি আইনের একটি মামলায় কারাগারে থাকা আলোকচিত্রী শহিদুল আলমের জামিন শুনানি শুনতে বিব্রতবোধ করেছেন হাইকোর্ট ।
আজ মঙ্গলবার সকালে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চের এক শুনানি হওয়ার কথা ছিল।
বেঞ্চের জেষ্ঠ্য বিচারপতি শহিদুলের আলমের আইনজীবীদের জানান, এ বিষয়ে শুনতে বেঞ্চের একজন বিচারপতি বিব্রত বোধ করেছেন। শহিদুল আলমের আইনজীবী সারা হোসেন সাংবাদিকদের বলেন, কি কারণে হাইকোর্টের বেঞ্চ বিব্রত করেছেন এটি আমরা আদালতের কাছে জানতে চেয়েছি। আদালত কোনো কারণ উল্লেখ করেননি। শহিদুল আলমের পক্ষে আরো উপস্থিত ছিলেন আইনজীবী শাহদীন মালিক ও জ্যোতির্ময় বড়ুয়া। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।