গাজীপুর: শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থী মেয়েদের উত্যক্ত করার অভিযোগে কয়েকজন বখাটে ছেলেকে শাস্তি দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে অভিযুক্তদের পরিবারকে ডেকে এনে বুঝিয়ে দেয়া হয়েছে ওই সকল উত্যক্তকারী ছেলেদের। একই সঙ্গে শহরের ফুটপাত থেকে অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।
আজ সোমবার গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এক অভিযানে এই শাস্তি প্রদান করে।
ভ্রাম্যমান আদালতের কার্যক্রম নিয়ে গাজীপুর ডিসির ফেইসবুক পেজে একটি পোষ্ট দেয়া হয়।
০৩ সেপ্টেম্বর, ২০১৮
কাউছার আহাম্মেদ
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, গাজীপুর
১| জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও গাজীপুর মহিলা কলেজ এলাকায় ফুটপাতে দাড়িয়ে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের উত্যক্ত করার দায়ে কতিপয় যুবককে মুচলেকা নিয়ে বাবা-মা এর হাতে তুলে দেওয়া।
২| রাজবাড়ী রোড থেকে অবৈধ পার্কিং উচ্ছেদ।
৩| জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়।
#আমরা জনগন সচেতন হই, সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাড়াই। আজ অথবা কাল সুন্দর সমাজ গড়ে তুলবই। ছাত্রছাত্রীরা কোন প্রকার অন্যায়ের স্বীকার হলে আমাদেরকে জানান। শুধু সরকারি সংস্থা নয়, সকল স্তরের মানুষের অংশগ্রহণই পারে সুস্থ সমাজ গড়তে। প্রশাসন আপনাদের পাশে আছে। আপনারা এগিয়ে আসুন।
ওই পোষ্টে বলা হয়,
০৩ সেপ্টেম্বর, ২০১৮
কাউছার আহাম্মেদ
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, গাজীপুর
১| জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও গাজীপুর মহিলা কলেজ এলাকায় ফুটপাতে দাড়িয়ে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের উত্যক্ত করার দায়ে কতিপয় যুবককে মুচলেকা নিয়ে বাবা-মা এর হাতে তুলে দেওয়া।
২| রাজবাড়ী রোড থেকে অবৈধ পার্কিং উচ্ছেদ।
৩| জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়।
#আমরা জনগন সচেতন হই, সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাড়াই। আজ অথবা কাল সুন্দর সমাজ গড়ে তুলবই। ছাত্রছাত্রীরা কোন প্রকার অন্যায়ের স্বীকার হলে আমাদেরকে জানান। শুধু সরকারি সংস্থা নয়, সকল স্তরের মানুষের অংশগ্রহণই পারে সুস্থ সমাজ গড়তে। প্রশাসন আপনাদের পাশে আছে। আপনারা এগিয়ে আসুন।