চীনে এক শরও বেশি ভিয়েতনামি নববধূ নিখোঁজ হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, উত্তরাঞ্চলীয় হিবেই প্রদেশে এই ঘটনা ঘটেছে।খবর বলা হয়েছে, ঘটকের মাধ্যমে ভিয়েতনাম থেকে আসা এই নারীদের সাথে হানদান বলে এক জায়গার পুরুষদের বিয়ে হয়। এতদিন এরা ওই গ্রামেই সংসার করছিলেন।
কিন্তু নভেম্বর মাস থেকে তারা সবাই একসাথে নিখোঁজ হন। বিয়ের ঘটকালি করেছিলেন যে মহিলা তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। চীনে বিয়ের পাত্রী খুঁজে পাওয়া বেশ কঠিন। দরিদ্র পুরুষরা প্রায়ই দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের মেয়েদের বিয়ে করেন।
খবরে স্থানীয় কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, এই গণনিখোঁজের ঘটনার সঙ্গে কোনো চক্র জড়িত থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন।
