নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর গ্রামের বোড়াগাড়ী ব্রিজের কাছ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, স্থানীয় লোকজন সকালে ব্রিজের কাছে গলা কাটা মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠায়।