ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেছেন, ছাত্রলীগের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এটা গণমাধ্যমের অতিরঞ্জিত প্রচার। এই প্রচার থেকে সাংবাদিকদের বিরত থাকতে আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার সকালে বান্দরবান সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে ছাত্রলীগের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘ক্লিন ক্যাম্পাস, সেফ ক্যাম্পাস’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরো বলেন, এক সময় রক্তের হোলি খেলায় পাহাড় রঞ্জিত হয়েছিল, শান্তিচুক্তির মাধ্যমে সরকার পাহাড়ের উন্নয়নের জন্য কাজ করছে।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব নন্দী, ইমানুল হক সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, হাচিনুজ্জামান তারেক, সাংগঠনিক সম্পাদক এস এম তরিকুল ইসলাম, মশিউর রহমান রুবেল, শিহাব উদ্দিন, বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি তৌহিদুর রহমান রাশেদ, সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরীসহ চট্টগ্রাম ছাত্রলীগের সিনিয়র নেতারা।
সাম্প্রদায়িক শক্তি, মাদক, মৌলবাদ, জঙ্গীবাদ থেকে ক্যাম্পাসকে মুক্ত রাখতে সবাইকে একযোগে কাজ করতে আহ্বান জানান ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পরে তিনি ছাত্রীদের হাতে বঙ্গবন্ধুর আত্মজীবনীসহ বিভিন্ন বই তুলে দেন।
খাগড়াছড়ি ও রাঙামাটি সফর শেষে ছাত্রলীগের কেন্দ্রীয় ১৮ নেতা ছাত্রলীগকে উজ্জীবিত করতে বান্দরবান সফরে রয়েছেন।