বাস থেকে ফেলে যাত্রী হত্যা; চালকের সহকারি গ্রেফতার

Slider চট্টগ্রাম

ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে চট্টগ্রামে বাস থেকে ফেলে রেজাউল করিম রনি হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় চালকের সহকারী মো. মানিক সরকারকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। মানিক সরকার নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ কৈবল্যধাম আবাসিক এলাকার মোস্তাক সরকারের ছেলে।

শনিবার দুপুরে লক্ষ্মীপুর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম মানিককে গ্রেফতার করে। পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার হাজীর হাটে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন মানিক। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। একই ঘটনায় বাস চালক দিদারুল আলমকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট দুপুরে নগরীর সিটি গেটের অদূরে গস্ন্যাক্সো কারখানার সামনে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে রেজাউল করিম রনি মারা যান। ভাড়া নিয়ে ঝগড়ার পর বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে রনিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠে বাসচালক ও সহকারীর বিরুদ্ধে।

এ ঘটনার পরেই স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশ বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়।

পরদিন ২৮ আগস্ট রাতে আকবর শাহ থানায় নিহত রনির মামা আব্দুর রহমান বাদি হয়ে বাস চালক দিদারুল আলম ও সহকারী মো. মানিককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *