ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিব উন নবী খান সোহেল নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেছেন-ইভিএম নিয়ে নাটক বন্ধ করুন। তা নাহলে নির্বাচন কমিশন ভেঙে ইভিএম মেশিন বুড়িগঙ্গায় ফেলে দেয়া হবে।
বিএনপির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার দূপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সারাদেশের পাড়ায় পাড়ায় প্রতিরোধের জন্য কমিটি গঠন করুন। সামনে সময় আসছে। কাউকেই ছাড় দেয়া হবে না। সোহেল বলেন, পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলছি -বেতন কিন্তু আওয়ামী লীগ দেয় না। আওয়ামী লীগের পক্ষ নিয়ে জনগণের বিরুদ্ধে কাজ করবেন না। সময় কিন্তু ভালো নয়। ছাত্র-জনতা প্রস্তুতি নিচ্ছে। জনসভায় বক্তব্য রাখেন- চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্ঠা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হল মিলন, ঢাকা মহনগর দক্ষিণ বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধূরী এ্যানী, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।