সন্ত্রাসী হামলায় পাঁচ সহস্রাধিক নিহত নভেম্বরে

সারাবিশ্ব

bidewshবিবিসির এক সমীক্ষায় জানা গেছে, শুধুমাত্র নভেম্বর মাসেই সারা বিশ্বে সন্ত্রাসী হামলায় পাঁচ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
লন্ডনের খ্যাতনামা কিংস্‌ কলেজের সাথে মিলে চালানো এই সমীক্ষায় বিভিন্ন দেশে সন্ত্রাসী তৎপরতার একটা সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এতে জানা যাচ্ছে, ১৬টি জিহাদী সংগঠন মোট ১৪টি দেশে তাদের তৎপরতা অব্যাহত রেখেছে।

নভেম্বর মাসে এরা মোট ৫০৪২ জনকে হত্যা করেছে। নিহতদের অর্ধেকেরও বেশি বেসামরিক মানুষ।
সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে ইসলামিক স্টেটের হাতে।

ইরাক এবং সিরিয়ায় তারা শুধুমাত্র নভেম্বর মাসেই হত্যা করেছে দুহাজারেরও বেশি মানুষ।
নাইজেরিয়া-ভিত্তিক সংগঠন বোকো হারাম-এর হাতেও বহু মানুষ প্রাণ দিয়েছেন।

সংখ্যায় কম হলেও বোকো হারাম নভেম্বরে যেসব হামলা কার্যকর করেছে তার আকার অনেক বড় ছিল বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।
সংবাদমাধ্যম এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে জিহাদী আক্রমণ সংক্রান্ত তথ্য এই সমীক্ষায় একত্র করা হয়েছে।
আল-কায়েদা ও তার ভাবাদর্শের অনুসারী বিভিন্ন সুন্নী সংগঠন সম্পর্কে বিস্তারিত জানাই ছিল এই গবেষণার লক্ষ্য।
বিশ্বব্যাপী জিহাদী তৎপরতা আগের চেয়েও বেশি উচ্চাকাঙ্ক্ষী, জটিল এবং সুদূর প্রসারী আকার নিচ্ছে বলে এই সমীক্ষায় বলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *