সড়ক দুর্ঘটনায় রাজশাহী কলেজের তিন ছাত্রী নিহত হওয়ার ঘটনায় দুর্ঘটনাকবলিত দু’টি বাসের চালক ও হেলপার গ্রেফতারের সাড়ে ছয় ঘণ্টার মধ্যে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
এরা হলেন, ইসলাম পরিবহনের চালক আবদুল বাতেন (৪৫), হেলপার ইমরান হোসেন (২৭) এবং রাজশাহী কলেজের ভাড়ায়চালিত ছাত্রী বহনকারী লাকী পরিবহনের হেলপার ইজাবুল (৪৫)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সড়ক দুর্ঘটনার মামলায় মহানগরীর শিরোইল এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মতিহার থানা পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায়।
দুপুর ২টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতে হাজির করা হলে আইনজীবীরা তাদের জামিনের আবেদন করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট শারমিন আখতার জামিন মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার মহানগরীর মেহেরচন্ডি দক্ষিণপাড়া এলাকা থেকে পুলিশ লাকী পরিবহনের চালক আবদুর রাজ্জাককে গ্রেফতার করেছিল। তবে বুধবার আদালত থেকে তিনিও জামিনে মুক্তি পান।
গত ৭ ডিসেম্বর মহানগরীর কাটাখালি এলাকায় রাজশাহী কলেজের ভাড়ায় চালিত ছাত্রীবহনকারী লাকী পরিবহন ও বিপরীত দিক থেকে আসা ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষে তিন ছাত্রী নিহত হন। এ ঘটনায় দুই বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে মতিহার থানায় মামলা দায়ের করে পুলিশ।