উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি■:
আজ-(৩০আগস্ট)-(২৭৪)-০১৬৭৭৪২১১২৫: নড়াইলের ৪টি থানায় পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও অভিযোগে। সদরে ১২ জন, লোহাগড়া ১০ জন, কালিয়া ১৩ জন, নড়াগাতি ৪ জন। মোট গ্রেফতার ৩৯ জন।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম) জানান, বুধবার রাত থেকে বুধবার (৩০ আগস্ট) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট গ্রেফতার ৩৯ জনকে। আটকের সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি.) মোঃ ইশতিয়াক আহম্মেদ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। মোট ৩৯ জনকে গ্রেফতার।
এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম জানান, নড়াইল জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অব্যাহত অভিযানের ফলে জেলা প্রায় মাদকশূন্য। কতিপয় মাদক কারবারী সুশীল সমাজের সাথে মিশে এখনও পর্যন্ত এই ঘৃণ্য কর্মকা-ের সাথে জড়িয়ে আছে। এদেরকে দ্রুত চিহ্নিতপূর্বক আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানিয়েছেন।