সোভিয়েত ইউনিয়নের নেতা স্টালিনের সারা রাতব্যাপী জর্জিয়ান খানাপিনার পার্টি কিংবা হিটলারের ভেজিটেবল নিয়ে বাড়াবাড়ির কাহিনী, সবই উঠে এসেছে নতুন এক বইতে। ডিকটেটরস ডিনার্স নামে এক বইতে উঠে এসেছে বিশ্বের বিভিন্ন দেশের স্বৈরাচারদের খাবারের ধরন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি।
বিশ্বের বিভিন্ন দেশের ক্ষমতাবানদের মধ্যে খাবারের ক্ষেত্রে বাড়াবাড়ি দেখা যায়। আর তাদের চরিত্রের অনেক বিষয়ও উঠে আসে তাদের খাবারের বিষয়ে।
সাদ্দাম হোসেনের অন্যতম প্রিয় খাবার ছিল চকলেট। তিনি ‘কোয়ালিটি স্ট্রিট’ চকলেট বহু অতিথিকে উপহার দিয়েছেন। ধরা পরার আগ পর্যন্ত তিনি এ চকলেট খাওয়া ত্যাগ করেননি। মার্কিন বাহিনী তাকে যে স্থান থেকে ধরেছে, সে স্থানেও পাওয়া গেছে বহু চকলেট।
গাদ্দাফি ও হিটলার প্রায় সময়েই গ্যাস ত্যাগ করতেন। খাবারের অভ্যাসের কারণেই তাদের এ বিষয়টি হতো বলে উল্লেখ করা হয়েছে বইটিতে। তবে এ বিষয়টি গাদ্দাফি পাত্তা দিতেন না।
‘ডিকটেটরস ডিনার্স: এ ব্যাড টেস্ট গাইড টু ইন্টারটেইনিং টাইর্যান্টস’ নামে বইটি লিখেছেন ভিক্টোরিয়া ক্লার্ক ও মেলিসা স্কট।