যে পর্যন্ত সব দলের অংশগ্রহনের মাধ্যমে একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের জন্য মানবাধিকার একটি কল্পকাহিনী হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, বর্তমানের বাংলাদেশের জন্য মানবাধিকার একটি অর্থহীন হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকারকে অগণতান্ত্রিক সরকার উল্লেখ করে বাংলাদেশ বার কাউন্সিল গণতন্ত্রবিহীন রাষ্ট্রে কখনো মানবাধিকার থাকে না বলেও মন্তব্য করেন এই আইনজীবী। আজ বৃহস্পতিবার বার কাউন্সিল ভবনে আন্তর্জাতিক মানবাধীকার দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, সাম্য, ন্যায় বিচার গনতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার অন্যতম হাতিয়ার হচ্ছে মানবাধিকার, কিন্তু বাংলাদেশের জনগণ আজ মানবাধিকার থেকে বঞ্চিত। তিনি বলেন, ক্ষমতা দখলকারী বর্তমান সরকার নির্বিচারে আইন শৃংখলা বাহিনীর সহায়তায় বিরোধী মতের মানুষের ওপর নির্যাতন বিচার বহির্ভুতভাবে সরকারবিরোধী হাজার হাজার রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অনেককে গুম-হত্যা করে মানবাধিকার লংঘন করছে।
এছাড়া বাকস্বাধীনতা বন্ধে বিভিন্ন টিভি চ্যানেল বন্ধ এবং সাংবাদিকদের ওপর নির্যাতন করেছেন সরকার। খন্দকার মাহবুব হোসেন বলেন, উচ্চ আদালতের বিচারকগণকে হুমকীও আতঙ্কের মধ্যে রাখার জন্য বর্তমান বাংলাদেশের অনির্বাচিত বির্তকিত সংসদের হাতে তাদের অপসারণ ক্ষমতা দেয়া হয়েছে। আজ বিচার বিভাগও ক্ষমতাশীল দলের প্রভাবে অনেক ক্ষেত্রে প্রভাম্বিন যার ফলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। সংবাদ সম্মেলনে বার কাউন্সিলের সদস্য সানাউল্লাহ মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
