বিশ্বসাহিত্য কেন্দ্র এবার অনলাইনে

সাহিত্য ও সাংস্কৃতি

image_160469.gp_594917493বিশ্বসাহিত্য কেন্দ্র এবার অনলাইনে প্রবেশ করলো। ‘আলোকিত মানুষ চাই’ স্লোগানধারী প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ঠিকানা www.bskbd.org। প্রতিষ্ঠানটির সব কার্যক্রমের তথ্য, ইতিহাস ও ছবিসহ সবকিছু আছে এ ওয়েবসাইটে। এর ফলে দেশ-বিদেশের পাঠকরা কেন্দ্রের তথ্য হালনাগাদ জানতে পারবেন। বাংলা এবং ইংরেজি ভাষায় প্রকাশিত এ ওয়েবসাইট তৈরিতে সহযোগিতা করেছেন ব্র্যাক ব্যাংক-এর ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড।
আজ সোমবার রাজধানীর বাংল‍ামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটি উদ্ধোধন করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও প্রধান নির্বাহী আবদুল্লাহ আবু সায়ীদ।
এ সময় উপস্থিত ছিলেন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, ব্যাংকটির হেড অব কমিউনিকিশন জীশান কিংশুক হক, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরীফ মো. মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, মানুষ থেকে মানুষের ভেতর দিয়ে যে প্রচার এখনো করি, সেটাই হলো শ্রেষ্ঠ প্রচার। বিশেষভাবে আমাদের মতো আলোক প্রত্যাশী একটি সংগঠনে মানুষের হৃদয়ের যে যোগাযোগ তা খুবই গুরুত্বপূর্ণ। এই ওয়েবসাইটের মাধ্যমে এখন মানুষ সে আলোই খুঁজে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *