ব্যাংকের শাখা আরও বাড়ানো দরকার: অর্থমন্ত্রী

অর্থ ও বাণিজ্য

ortomontryদেশে জনসংখ্যার ঘনত্বের সঙ্গে আনুপাতিক হারে ব্যাংকের শাখা আরও বাড়ানো দরকার বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার সিলেটে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দেশে এই মুহূর্তে সাড়ে আট হাজার ব্যাংক শাখা রয়েছে। অনেকে মনে করেন করেন এটা যথেষ্ট। দেশে জনসংখ্যার ঘনত্ব বেশি, গ্রামে অনেক মানুষ বাস করেন। দেশে যে ব্যাংক শাখা রয়েছে তা যথেষ্ট নয়। তাই ব্যাংকের শাখা আরো বেশি হওয়া উচিত।

বিচ্ছিন্নভাবে কিছু স্ক্যান্ডাল হলেও দেশের সরকারি ব্যাংকগুলোর সক্ষমতায় কোনো ঘাটতি নেই বলেও মন্তব্য করেন মুহিত। তিনি বলেন, সরকারি ব্যাংক যেসব সেবা দেয় বেসরকারি ব্যাংক তা দেয় না। সরকারি ব্যাংক গ্রামে যায়, বেসরকারি ব্যাংক যায় না। তাই সরকারি ব্যাংকের প্রয়োজনীয়তা রয়েছে।

দেশে সরকারি-বেসরকারি ৪৮টি ব্যাংকের কার্যক্রম থাকালেও মুহিতের দল আওয়ামী লীগের গত মেয়াদে আরও ছয়টি বেসরকারি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়। ওসমানী নগরের দয়ামীরে বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান, পরিচালক দেওয়ান নুরুল ইসলাম, কাজী মোর্শেদ হোসের কামাল, সৈয়দ এপতার হোসেন পেয়ার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *