গতকাল ভারতের রাজধানী দিল্লিতে প্রবল বৃষ্টিপাত হয়েছে। এর ফলে, দিল্লির অনেক এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে।এতে অনেক সড়কে যানজটের সৃষ্টি হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, প্রায় কোমরপানিতে ডুবে যাওয়া সড়কে গাড়ি ও মোটরসাইকেল চলছে। অনেক এলাকায় খারাপ আবহাওয়ার কারণে স্কুল ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, বৃহস্পতিবার পর্যন্ত বর্ষণ অব্যাহত থাকতে পারে। প্রবল বর্ষণে পানি জমে যাওয়ায় দিল্লি-জয়পুর-মুম্বাই মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।
গতকাল সকালে দিল্লি বিমানবন্দরসহ অন্যান্য এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়। ভোরের দিকে আশপাশের এলাকায় ঝড়বৃষ্টিতে অনেক গাছ উপড়ে যায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সূত্র: এনডিটিভি