যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লাকে ফাঁসির নামে হত্যা করা হয়েছে দাবি তার বড় ছেলে হাসান জামিল বলেছেন, আমার বাবাকে একবারের জন্য দেখারও সুযোগ দেয়নি সরকার। এমনকি বাবার জানাযায়ও অংশ গ্রহন করতে দেয়নি।
বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে কাদের মোল্লার পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে হাসান জামিল বলেন, “যথেষ্ট আইনী সুযোগ সুবিধা না দিয়ে আমার বাবাকে হত্যা করা হয়েছে। বাবাকে শেষবারের মতো দেখা করা এবং জানাযার সুযোগ না দিয়ে সরকার আমাদের প্রতি জুলুম করেছে।”
তিনি বলেন, “ন্যায় বিচার বঞ্চিত আমি একজন অসহায় পিতার ছেলে হিসেবে আমাদের পরিবারে প্রতি করা জুলুমের বিচারের ভার জনগণের ওপর ছেড়ে দিলাম।”
তিনি বলেন, গত বছর এই দিনে আমরা শুধু একজন বাবাকেই হারায়নি। এদেশের ইসলামী আন্দোলনের একজন নেতাকে হারিয়েছি।
হাসান জামিল দাবি করে বলেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠনের বাধা সত্ত্বেও তড়িঘড়ি করে সরকার আমার বাবাকে হত্যা করেছে।
তিনি বলেন, আমার বাবা মৃতু্যর আগে জেনে যেতে পারলেন না তাকে রিভিউ করার সুয়োগ দেয়া হয়েছে কিনা। রিভিউ খারিজ করার সাথে সাথে সরকার রায় কার্যকর করেছে কিন্তু রায়ের ৩৪৮ দিন পর রায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে তাতে রিভিউ করার সুযোগও দেয়া হয়েছে।
ফাসিঁ কার্যকরের পরে যারা কাদের মোল্লার গায়েবানা জানাযা পড়েছেন তাদেরকে ধন্যবাদ জানান কাদের মোল্লার ছেলে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাদের মোল্লার স্ত্রী সানোয়ার জাহান, আইনজীবী অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ খান,সাইফুর রহমান,আসাদ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাত দশটায় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর করা হয়।