নাটোরের বনপাড়ায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় বাসের মালিককে আটক করেছে বগুড়ার পুলিশ। তবে বাসের চালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার পর শনিবার রাত থেকে মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন ছাড়াও লেগুনা, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সা, ভুটভুটি চলাচল বন্ধ করতে অভিযান শুরু করেছে পুলিশ।
আজ রবিবার দুপুর পর্যন্ত এধরনের ৫২টি যানবাহন আটক করা হয়েছে। নাটোরে দুর্ঘটনা কবলিত চ্যালেঞ্জার নামের বাসটির মালিক মঞ্জু সরকারকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শেখ ফরিদ উদ্দিন।
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা জানান, বাসের মালিককে আটক করে চালক ও হেলপারকে পুলিশে সোপর্দ করানোর চেষ্টা চালানো হচ্ছে। তিনি আরো জানান, মহাসড়কে অবৈধ যানবাহন ও ফিটনেসবিহীন সব ধরনের যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে।