অ্যাপলের একটি শোরুমে অ্যাইপ্যাড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শোরুমের তিনজন কর্মী আহত হয়েছেন।
আইপ্যাডের ব্যাটারিতে আগুন ধরে যাওয়ার পর ওই কর্মীরা উদ্ভূত ধোঁয়ার মধ্যে নিঃশ্বাস নিয়েছিলেন। তবে ঠিক কোনো ধরনের শারীরিক ক্ষতির কারণে তাদের চিকিৎসা নিতে হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
রবিবার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে এ ঘটনা ঘটেছে।
আপলের সংবাদ বিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ ম্যাক বলেছে, আইপ্যাডের ব্যাটারি প্রতিস্থাপন কর্মসূচি চালু করার পর তারা এ ধরনের আরও কিছু অভিযোগ পেয়েছে।
আইফোন ও আইপ্যাডের ব্যাটারি নিয়ে গ্রাহকদের অসংখ্য অভিযোগের প্রেক্ষাপটে অ্যাপল ব্যাটারি প্রতিস্থাপন কর্মসূচি চালু করে।