ইরানে ভয়াবহ বয়লার বিস্ফোরণ, নিহত ১০

Slider সারাবিশ্ব

মধ্যপ্রাচ্যের দেশ ইরানের একটি আবাসিক এলাকায় বয়লার বিস্ফোরণে অন্তত ১০জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।

ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ শনিবার তাদের টুইটার পেজে জানিয়েছে, উত্তর-পূর্ব ইরানের মাশাদ শহরে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, বিস্ফোরণের প্রচণ্ডতা এতোটাই বেশি ছিল যে আশেপাশের তিনটি আবাসিক ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ওই এলাকার ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফার্স নিউজের পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, উদ্ধাকারীরা ভবনগুলোর ধ্বংসস্তুপ সরিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *