মাগুরার সদর উপজেলার রাউতড়া গ্রামের ইটভাটা এলাকায় শুক্রবার মধ্যরাতে বন্দুকযুদ্ধে শিবাদুল ইসলাম শিবা (৪৫) ও কামাল হোসেন (৩৫) নামে ২ ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বন্দুকের গুলি ও রামদা।
লুটের টাকা ভাগাভাগি নিয়ে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে প্রতিপক্ষের গুলিতে তারা নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
নিহত শিবাদুল ইসলাম শিবা মাগুরা সদর উপজেলার ভাবনহাটি গ্রামের শাহাদত হোসেনের পুত্র। তার নামে বিভিন্ন থানায় ডাকাতি ও সহিংসতার ৮ টি মামলা রয়েছে।
অন্যদিকে কামাল যশোরের নরসিংহপুর গ্রামের নুরুন নবী মোল্যার ছেলে। তার নামে ডাকাতির মামলা রয়েছে ৫টি।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, রাত তিনটার দিকে লুটের টাকার ভাগাভাগি নিয়ে মাগুরা সদরের রাউতড়া ইটভাটা এলাকায় দুই দল ডাকাতের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের গুলিতে শিবাদুল ইসলাম শিবা ও কামাল হোসেন নামে ২ ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। মাগুরা সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে গুলিবিদ্ধ ওই ২ জনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড বন্দুকের গুলির খোসা ও ৪ টি রামদা উদ্ধার করেছে।
শিবার নামে মহম্মদপুরসহ বিভিন্ন থানায় ডাকাতি ও সহিংসতার ৮ টি মামলা ও কামালের নামে ৫ টি মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।