ইন্দোনেশিয়া এশিয়ান গেমস ফুটবলে দ্বিতীয় রাউন্ডে উত্তর কোরিয়ার বিপক্ষে হার নিয়ে ফিরতে হয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দলের যুবাদের।
এদিন ইন্দোনেশিয়ার উইবাওয়া মুক্তি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ গেমসের নকআউট পর্বে আসরের অন্যতম শক্তিশালী দল উত্তর কোরিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ।
র্যাংকিংয়ে ১০৮ নম্বরে থাকা দলটির বিপক্ষে শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে হেরে মিশন শেষ করে ১৯৪ নম্বরে থাকা বাংলাদেশ।
খেলার অতিরিক্ত সময়ে বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন ৯ নম্বর জার্সি পরিহিত সাদ উদ্দিন।
এর আগে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটা সুযোগ পেলেও শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি গ্রুপ পর্বে দারুণ খেলে ভালো কিছু করার আশা জাগানো যুবারা।
উত্তর কোরিয়া দলের প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ তে হারার পর থাইল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখে অনূর্ধ্ব-১৯ দলের যুবারা। শেষ ম্যাচে কাতারকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে আসে বাংলাদেশ।
গত আসরের রানারআপ উত্তর কোরিয়ার বিপক্ষে ৩-১ গোলে হারলেও এ আসরে বড় অর্জন নিয়েই দেশে ফিরছে বাংলাদেশিরা।