নীলফামারীর জলঢাকা উপজেলায় ৮৭ পিস ইয়াবাসহ সন্তোষ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩
বৃহস্পতিবার রাতে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
আটক সন্তোষ(২২) জলঢাকা শহরের মন্থেরডাঙ্গা এলাকার প্রভাত কুমার রায়ের ছেলে।
র্যাব ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২(সিপিসি-২) নীলফামারী কমান্ডার মেজর এটিএম নাজমুল হুদা জানান, জলঢাকা থানায় মামলা করে পুলিশের কাছে আটক ব্যক্তিকে রাতেই হস্তান্তর করা হয়েছে।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সকালে আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ীকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।