পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হস্তক্ষেপে আগামীকাল শুক্রবার সকাল থেকে শুরু হচ্ছে কলকাতার বাংলা ধারাবাহিক নাটকগুলোর শুটিং। গত ১৮ আগস্ট থেকে অভিনয়শিল্পী ও প্রযোজক প্রতিষ্ঠানের মধ্যকার দ্বন্দ্বে শুটিং বন্ধ ছিল।
এতে কলকাতার টিভি চ্যানেলগুলোতে নাটকগুলোর সম্প্রচারও বন্ধ হয়ে যায়। এ নিয়ে দুই সংগঠন একাধিকবার বৈঠক করলেও পারিশ্রমিক নিয়ে যে ঝামেলার শুরু তার সমাধান হয়নি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে বৈঠক করেন মমতা। এতে দুই সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সৌমিত্র চ্যাটার্জী, প্রসেনজিৎ চ্যাটার্জী, মন্ত্রী অরূপ বিশ্বাসসহ অনেকে।
বৈঠক শেষে মমতা গণমাধ্যমকে জানান, ‘শুক্রবার থেকে শুটিং শুরু হচ্ছে। সব সমস্যা সহজভাবে সমাধান হয়েছে।