বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রদানকারী বিচারক ঢাকার প্রাক্তন জেলা ও দায়রা জজ কাজী গোলাম রসুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনাইটেড হাসপাতালে গোলাম রসুলের মরদেহ দেখতে যান।
কাজী গোলাম রসুল ১৯৯৮ সালে বঙ্গবন্ধু হত্যা মামলায় ১৯ আসামির মধ্যে ১৫ জনকে মৃত্যুদণ্ডের রায় দেন।
বিচারক কাজী গোলাম রসুলের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী ইউনাইটেড হাসপাতালে গোলাম রসুলের মরদেহ দেখতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।