রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে। (২০ আগস্ট) মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার পেলাইদ গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহতরা হলো, একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরাফাত শেখ (৮) ও আলমগীর শেখের ছেলে শ্রাবণ সরকার (৭)।
ওই দুই শিশুর স্বজন নজরুল ইসলাম মোড়ল বলেন, সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল আরাফাত ও শ্রাবণ। খেলার একপর্যায়ে পাশের খালের পানিতে মাছ ধরতে গিয়ে ওই দুই শিশু ডুবে যায়। পরে দুজনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।