কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়ার পরবর্তী শুনানির জন্য ৩০ আগস্ট দিন ধার্য করা হয়েছে। সোমবার শুনানি শেষে এই আদেশ দেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম সামছুল আলম।
বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।
জামিন শুনানির সময় কুমিল্লার আদালতে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া জনপ্রিয় নেত্রী। কাল নির্বাচন হলেও তিনি প্রধানমন্ত্রী হবেন। পুলিশ মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। এই মামলায় সবাই জামিনে আছেন। আমরা আশা করি, খালেদা জিয়াও জামিন পাবেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের হায়দারপুল নামক স্থানে একটি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০১৫ সালের ২৬ জানুয়ারি সোমবার চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।
মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার হুকুম দেয়ার অভিযোগ আনা হয়।