নিরাপদ সড়ক ও কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার আরও ৩১ জনকে জামিন দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ জামিন দেয়।
মামলা সূত্রে জানা গেছে, নিরাপদ সড়ক ও কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ রাজধানীর বিভিন্ন থানায় মামলা করে। পরে পুলিশ বিভিন্ন সময় বেশ কয়েকজনকে গ্রেফতার করে।
সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে ৮ এপ্রিল গড়ে ওঠা আন্দোলনের পর গ্রেফতারের সাধারণ ছাত্র অধিকার সংরণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদসহ ১৯ জন জামিন পেয়েছে।
এর আগে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভিসির বাসা ভাঙচুর, পুলিশের কর্তব্য কাজে বাধা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনসহ শাহবাগ থানায় চারটি মামলা হয়।
আজ নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে গ্রেফতার ১২ জন জামিন পেয়েছে। গতকাল রবিবার নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেফতার ৪২ জন জামিন পেয়েছে।