গাজীপুরে ৯টি প্রতিষ্ঠানকে ঈদসামগ্রী বিতরণ করলেন ডিসি

Slider সারাদেশ


অদ্য ২০.০৮.১৮ তারিখে গাজীপুর জেলায় সমাজসেবা অধিদপ্তর কতৃক পরিচালিত ৯ টি প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানে ঈদকে সবার জন্য আনন্দদায়ক করে তোলার জন্য ঈদ উপহার প্রদান করা হয়। উক্ত ৯ টি প্রতিষ্ঠানকে ৯ টি কুরবানির গরু, ৩ টি প্রতিষ্ঠানকে ডীপ ফ্রিজ, আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ঈদের নতুন জামা উপহার দেওয়া হয়।
প্রতিষ্ঠান সমুহঃ
১। ই. আর. সি. পি. এইচ, স্টেশন রোড, টঙ্গী বাজার (৪০ জন)
২। শিশু উন্নয়ন কেন্দ্র (বালক), টঙ্গী, গাজীপুর (৫৬০ জন)
৩। শিশু উন্নয়ন কেন্দ্র (বালিকা) কোনাবাড়ী, গাজীপুর (১০০ জন)
৪। সরকারী আশ্রয়কেন্দ্র, পূবাইল, গাজীপুর (১২০ জন)
৫। দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, কোনাবাড়ী, গাজীপুর (৬৫ জন)
৬। সরকারী শিশু পরিবার, ভানুয়া, গাজীপুর (১০০ জন)
৭। সরকারী আশ্রয়কেন্দ্র, কাশিম্পুর, গাজীপুর (১১০ জন)
৮। শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, টঙ্গী, গাজীপুর (১৮৫ জন)
৯। সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, নীলের পাড়া, গাজীপুর (১০ জন)

উক্ত প্রতিষ্ঠান সমূহের মোট ১২৯০ জন নিবাসীর ঈদ কে আনন্দদায়ক করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা

#দুস্থ_শিশু_আমাদেরই_সন্তান_তাদেরকে_দেখাশোনা_করার_দায়িত্বও_আমাদের।
#ঈদ_আনন্দ_সবার
#ঈদ_আনন্দকে_বাড়িয়ে_দিতে_আমরা_যারা_বিত্তবান_তারা_সকলেই_অসহায়_দুস্থ_শিশুদের_পাশে_দাড়াই।

সূত্র ডিসির ফেইসবুক পেজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *