পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিয়েছেন দেশটির জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। দীর্ঘ লড়াইয়ের পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তিনি।
কিন্তু সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন না ইমরানের দুই ছেলে সুলেমান ও কাশিম। যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
এবার দুই ছেলেকে বিতর্কের হাত থেকে বাঁচাতে মুখ খুলেছেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমাইমা খান। টুইট করে জানিয়েছেন, ইমরান নিষেধ করায় ছেলেরা অনুষ্ঠানে যাননি। জেমাইমা লিখেছেন, ‘সুলেমান ও কাশিম দু’জনেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে খুব আশাবাদী ছিল। কিন্তু ইমরানই তাদের নিষেধ করে। ’
বিষয়টি নিয়ে ইমরান এতটাই একরোখা যে তাকে আর বোঝানোর চেষ্টা করেননি জেমাইমা। পাশাপাশি জেমাইমার বক্তব্য, ইমারনের শপথ নেওয়ার অনুষ্ঠানে থাকতে না পেরে সুলেমান ও কাশিম আশাহত হয়েছে। থাকতে পারবেন না জেনেই দু’জনে স্কটল্যান্ডে চলে গেছেন ছুটি কাটাতে।