সামুদ্রিক অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে জাহাজ নির্মাণ খাতকে সরকারি খাত হতে সহজ শর্তে ঋণ/অনুদান প্রদানের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, এম আব্দুল লতিফ, রণজিৎ কুমার রায় এবং মমতাজ বেগম অ্যাড্ভোকেট অংশ নেন।
সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, চট্টগ্রাম বন্দরে ওভার ফ্লো কন্টেইনার টার্মিনাল, বে টার্মিনালে ডেলিভারী ইয়ার্ড, লালদিয়া মাল্টিপারপাস টার্মিনাল, বে-টার্মিনাল ফেইজ-১ এবং মাতার বাড়ি পোর্ট প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
এছাড়া আরো জানাননো হয়, বাংলাদেশে আমদানীকৃত ক্রড অয়েল পরিবহনের জন্য মাদার ট্যাংকার ভাড়া করাসহ পরিবহন সংক্রান্ত সব ধরনের দায়িত্ব পালন করে থাকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। একই প্রতিষ্ঠান আমদানীকৃত সার ও পরিবহনের দায়িত্ব পালন করে থাকে বলেও বৈঠকে জানানো হয়।