ঢাকা: রাজধানীর সড়কে দুর্ঘটনার রেশ যেন কাটছেই না। এবার রবরব পরিবহনের বেপরোয়া গতিতে পা থেঁতলে গেল মোটরসাইকেল আরোহীর। আহত চালকের নাম মো. আতিকুল ইসলাম (২৫)।
আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে নির্মম ঘটনাটি ঘটে রাজধানীর ক্যান্টনমেন্ট ফ্লাইওভার হয়ে ইসিবি চত্বরের দিকে যাওয়ার পথে মাটিকাটা এলাকায়। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মোটরসাইকেলে থাকা আরোহীকেও আহত অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালটিতে। বাস চালককে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
জানা যায়, বেপোরোয়া বাসটি মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়।
আতিক সড়কে পড়ে গেলে আতিকের পায়ের উপর উঠে যায় বাসটির চাকা।