“তোমায় খুঁজি”
———–খায়রুননেসা রিমি
ভালো আমি বাসিনা আর
কাউকে আগের মতো ,
মনের মাঝে দুঃখগুলো
বইছে অবিরত।
তোমার স্মৃতি ঝাপসা হয়ে
চোখের তারায় নাচে,
স্মৃতি হাতড়ে মনটা আমার
ছুটছে তোমার কাছে।
ব্যস্ত তুমি, পাল্টি খেয়ে
নিশি কাব্যে মত্ত,
চিনতে তোমায় ভুল করেছি
এটাই চরম সত্য।
ভুলে ভরা জীবন আমার
ভুলে ভরা সব,
ভুলের মাসুল দিতে গিয়ে
থামলো গানের রব।
সুখ সংগীত ভুলে গিয়ে
দুখের গান গাই,
সেই গানেতেই আগের মতো
তোমায় ফিরে পাই।
না থেকেও আছো তুমি
আমার মনের মাঝে,
সেখানটাতেই তোমায় দেখি
সকাল দুপুর সাঁঝে।
১৯-৭-১৮,সন্ধ্যা ৭-৪০ মিনিট
মগারদিয়া,বাড্ডা,ঢাকা।