ঢাকা: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন গনি মিয়া বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ। বঙ্গবন্ধুর আদর্শ দেশের সর্বস্তরে বাস্তবায়ন করতে বঙ্গবন্ধু চর্চা বাড়াতে হবে। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা কিংবা বঙ্গবন্ধু চর্চা যথেষ্ট হচ্ছে না। তিনি সরকারিভাবে বঙ্গবন্ধুর নামে গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জানান।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার আদর্শকে সকলের হৃদয়ে ধারণ করে তা সর্বস্তরে বিস্তার করতে হবে। বঙ্গবন্ধু একজন আদর্শ ও পরিশুদ্ধ মানুষ ছিলেন। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে।
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে ১৭ আগস্ট জুম্মাবাদ ক্লাবের কার্যালয়ে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্লাবের সভাপতি রোমান শাহ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হোসনা, গাজীপুর জর্জ কোর্টের এপিপি এড. আতাউর রহমান আকাশ, ক্লাবের উপদেষ্টা মোঃ আক্তারুজ্জামান, নিরাপদ সাড়ক চাই গাজীপুর জেলা শাখার সভাপতি আধ্যাপক ডা. মোঃ লোকমান হোসেন, বাংলাদেশ কবি কন্ঠ’র সভাপতি মোশাররফ হোসেন কায়েস, ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ বায়েজিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী মকবুল হোসেন, কবি রওশন আরা প্রমুখ। আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ- জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ক্লাবের প্রধান উপদেষ্টা লায়ন গনি মিয়া বাবুল। অনুষ্ঠানে গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগ, বাংলাদেশ কবি কন্ঠ ও গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের নেত-কর্মী ও সদস্যগণ উপস্থিত ছিলেন।