এশিয়ায় যৌন আবেদনে সেরা হৃত্বিক

বিনোদন ও মিডিয়া

Hrithik-1418273960যৌন আবেদনে এশিয়ার সেরা পুরুষ নির্বাচিত হলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। ব্রিটেনের সাপ্তাহিক সংবাদপত্র ইস্টার্ন আই-এর বিচারে তিনিই এশিয়ার সেক্সিয়েস্ট পুরুষ। গত চার বছরে এই নিয়ে তিনবারই তিনি এই স্বীকৃতি পেলেন। গত বছরে অবশ্য হৃত্বিক এই শিরোপা পাননি। তবে চলতি বছর আবারো এই মুকুট তার মাথাতেই উঠল।
ইস্টার্ন আই-এর এশিয়ার ৫০ সেক্সিয়েস্ট পুরুষ বাছাইয়ের একাদশ পর্বে বিস্ময়করভাবে রানার আপ হয়েছেন টেলিভিশন অভিনেতা কুশল ট্যান্ডন। গত বছরের বিজয়ী আলি জাফর তৃতীয় স্থানে নেমে গিয়েছেন।
সেক্সিয়েস্ট এশিয় পুরুষ হৃত্বিক ইস্টার্ন আইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই কাঙ্খিত স্বীকৃতি পেয়ে অভিভূত।
হৃত্বিক বলেন, ‘সেক্সিয়েস্ট বলতে দৈহিক বিষয় বোঝায় না, বরঞ্চ তা অনেক বেশি মানসিক।’ ভালো কাজ করা, নিজের মূল্য বোঝা, নিজের পথে চলা, রসবোধ এবং আত্মনির্ভরশীল হওয়ার মতো বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপ করেছেন হৃত্বিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *