ঢাকা: পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। শনিবার প্রেসিডেন্ট ভবনে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট মামনুন হোসেন। শপথ অনুষ্ঠানে অংশ নেন দেশ-বিদেশের বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি। পরে প্রধানমন্ত্রী ইমরান খান ও ফার্স্ট লেডি বুশরা ইমরানকে অভিনন্দন জানান উপস্থিত অতিথিরা।
পাকিস্তানের দৈনিক ডনের খবরে বলা হয়েছে, শপথ অনুষ্ঠান সকাল সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও খানিকটা বিলম্বে ১০টার কিছু পরে আনুষ্ঠানিকতা শুরু হয়। কালো শেরওয়ানি পরে ইসলামাদের প্রেসিডেন্ট ভবন ‘আইয়ান-ই সদরে’ হাজির হন নতুন প্রধানমন্ত্রী ইমরান খান।
স্ত্রী বুশরা ইমরান আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রেসিডেন্টের সঙ্গে মুখ মিলিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার শপথ বাক্য পাঠ করেন ইমরান খান। এর কিছুক্ষণ পরেই তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে রওনা করেন। সেখানে নতুন প্রধানমন্ত্রীকে গার্ড অনার দিয়ে সম্মান জানানো হয়।
শপথ অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাসিরুল মুল্ক, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সার, সেনা প্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়া, বিমান বাহিনী প্রধান মুজাহিদ আনওয়ার খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসিসহ দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সেখানে পিটিআইয়ের শীর্ষ নেতৃবৃন্দ, ভারতের সাবেক ক্রিকেট তারক নভোজিৎ সিং সিধু, পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা, কিংবদন্তি পেস বোলার ওয়াসিম আকরাম, পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের স্পিকার চৌধুরি পারভেজ এলাকি, সঙ্গীত শিল্পী সালমান আহমেদ, আবরারুল হক, অভিনেতা জাভেদ শেখ ও ন্যাশনাল অ্যাসেম্বলির সাবেক স্পিকার ফাহমিদা মির্জাও উপস্থিত ছিলেন।