কেনিয়ার স্যামবুরু ন্যাশনাল পার্কে ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলসের ফটোগ্রাফার ড্যানি সুলিভানের ক্যামেরায় ধরা পরেছে অদ্ভুত সিংহনৃত্য! শুধু নৃত্যই নয়, একেবারে বলরুমের ব্যালে নাচ।
দুই সিংহ সেই নাচের খেলাই দেখালো সুলিভানকে। পেছনের দুই পায়ের পাতায় দাঁড়িয়ে সামনের পা দুটিকে হাত বানিয়ে ধরাধরি করে তারা নাচলো মনের সুখে। আর ক্লিকে ক্লিকে তা ক্যামেরাবন্দি করেন সুলিভান।
শুরু হয়েছিলো খেলা দিয়ে। একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে, জড়িয়ে ধরে। কিন্তু ধীরে ধীরে একি কাণ্ড! পুরো দুই পায়ের পাতায় ভর করে হাতে ধরাধরি করে রীতিমতো ব্যালে নৃত্য!
সিংহের এই কাণ্ডে সুলিভান এতই মুগ্ধ যে, তার মতে সিংহদের আর বনে কিংবা খাঁচায় বন্দি রাখার দরকার নেই। ওরা খুব সুন্দর প্রাণী। ওদের লোকালয়ে উন্মুক্ত ঘুরে বেড়াতে দেওয়া উচিত।
সূত্র: ওয়েবসাইট