ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন’

Slider জাতীয় টপ নিউজ


ঢাকা: নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল। ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোট গ্রহণ হবে। এমনটা ধরেই কাজ করছে ইসি। আজ

বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন নির্বাচন কমিশন আসন্ন একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ৮০ ভাগ কাজ শেষ করেছে। বাকিটা কমিশনের পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই। সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলাদা একটি কমিশন সভা হবে। সেখানে ৩০০ আসনের ভোটার তালিকা তৈরি হয়েছে কি না, ভোটকেন্দ্র প্রস্তুত হয়েছে কি না, ব্যালট পেপারের জন্য যে কাগজের প্রয়োজন তা কেনা হয়েছে কি না, নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থছাড় দেয়া হয়েছে কি না, নির্বাচনী সামগ্রী কেনার প্রস্তুতি কী রকম ইত্যাদি আলোচনা করা হবে। সচিব জানান, সার্কভূক্ত দেশসমূহের ৮টি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের নিয়ে গঠিত সংগঠন ফেম্বোসা সম্মেলন আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অনুষ্ঠানটির উদ্বোধন করবেন। আজকের বৈঠকে সে বিষয়েও আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *