গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও এক রাউন্ড তাজাগুলিসহ রশিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে গোবিন্দগঞ্জ পৌরসভার গোহাটিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রশিদুল ইসলাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোহাটি পাড়ার মৃত ফজের আলীর ছেলে। তিনি গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের একজন সাবেক কর্মী বলে জানিয়েছে পুুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রশিদুলকে একটি পিস্তল ও ম্যাগজিনে থাকা এক রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়। রশিদুল গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের একজন সাবেক কর্মী। আটকের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাশিদুল নাশকতার উদ্দেশে পিস্তলটি ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে।
আটক রাশিদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে জানিয়ে তিনি আরও বলেন, মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।