দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিগ, ভারতীয় চিকিৎসক ও মানবাধিকার কর্মী বিনায়ক সেন, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাঞ্জেলা ওয়াই ডেভিস ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোসালিন্ড সি মরিস।
বিবৃতিতে বলা হয়, শহীদুল আলমকে গ্রেফতার ও তার সঙ্গে দুর্ব্যবহার খুবই উদ্বেগজনক।
এতে আরও বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন নিয়ে সাক্ষাৎকার দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে নিজের ফ্ল্যাট থেকে গত ৫ আগস্ট গ্রেফতার হন শহীদুল আলম।
বিবৃতিতে গণমাধ্যম কর্মীদের জন্য নিরাপদ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।