মানিকগঞ্জ : ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া। তীরে ভিড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে চারটি ফেরি মাঝ নদীতে নোঙর করে আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ সংস্থা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা থেকেই পদ্মা-যমুনা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতাও বাড়তে থাকে। প্রচণ্ড কুয়াশায় ফেরির মার্কিং বাতি অস্পষ্ট হয়ে আসলে দুর্ঘটনা এড়াতে রাত ১১ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে উভয় ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে আসা শাহ এনায়েতপুরী, শাহজালাল (র:), খানজাহান আলী ও কুমারী নামের চারটি ফেরি তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে নোঙর করে থাকে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম রাইজিংবিডিকে জানান, গত কয়েকদিন ধরেই কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। উভয় ঘাটে বাস, ট্রাক, ছোটগাড়িসহ কয়েকশত যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। তবে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হবে।
এ দিকে প্রচণ্ড শীতে ঘাট এলাকায় আটকে থেকে যাত্রী, চালক ও ঘাট সংশ্লিষ্টরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।