হজ পালন করতে সৌদি আরব গেছেন বর্তমান বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। সৌদি রাজপরিবারের অতিথি হিসেবে হজ পালন করবেন তিনি।
রোববার রাত ১১টায় সৌদি এয়ারলাইনসের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র জানায়, সৌদি রাজপরিবারের অতিথি হয়ে হজে গেছেন সাকিব। তার সফরসঙ্গী হবেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যানসহ কয়েকজন পুলিশ কর্মকর্তাও।
গত শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন সাকিব।
তিনি সেখানে লেখেন, ‘এই পবিত্র জিলহজ মাসে একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহর নৈকট্য লাভের আশায় আল্লাহর ঘরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ পালন করতে পারি।
আমার বা আমার পরিবারের কোনো ভুলের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমিও আপনাদের সবার মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব। সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল।-সাকিব।’