মুক্তি পেয়েছে ‘এক যে ছিল রাজা’ ছবির টিজার। এতে এক ঝলক দেখা গেছে ঢালিউড অভিনেত্রী জয়া আহসানকে।
ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জী।
একটি মামলাকে ঘিরেই নির্মিত হয়েছে এই ছবি। মৃত ঘোষণা হওয়ার ১২ বছর পর ফিরে আসেন ভাওয়াল রাজা। সেটি নিয়েই এগিয়ে ‘এক যে ছিল রাজা’ ছবির কাহিনী। এতে ‘রাজা’র ভূমিকায় যিশু সেনগুপ্ত। তার স্ত্রীর চরিত্রে রয়েছেন রাজনন্দিনী পাল।
রাজার বোনের ভূমিকায় রয়েছেন জয়া আহসান। ছবিতে দুই উকিলের ভূমিকায় দেখা যাবে অঞ্জন দত্ত ও অপর্ণা সেনকে।