বাংলাদেশের কোনো পরিচালকের টেলিছবিতে এবারই প্রথম অভিনয় করলেন ভারতের কলকাতার জনপ্রিয় ও আলোচিত অভিনয়শিল্পী শ্রীলেখা মিত্র। এর নাম ‘দার্জিলিংয়ের ভালোবাসা’। এটি পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। ভারতের কলকাতার ছোটপর্দা ও বড়পর্দা দুই মাধ্যমে সমানতালে কাজ করে জনপ্রিয়তা পান শ্রীলেখা। এরইমধ্যে দার্জিলিংয়ে এ টেলিছবির বেশিরভাগ কাজ শেষ করে ঢাকায় এসেছেন নির্মাতা রাশেদ রাহা। তিনি আজ দুপুরে মানবজমিনকে বলেন, এরইমধ্যে এ টেলিছবির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।
এখানে তার চরিত্রের নাম থাকছে হীরা। তাকে ঘিরেই পুরো কাহিনী টেলিছবির। আর কাজ করতে গিয়ে দেখলাম উনি অনেক ফ্রেন্ডলি একজন অভিনেত্রী। উনার সঙ্গে কাজ করাটা বেশ ইনজয় করেছি। আগামী ১৬ ই আগস্ট বাঁকি কাজ শেষ করার জন্য দার্জিলিং যাব। এরইমধ্যে ঢাকাও কিছু কাজ রয়েছে। ঢাকার অংশে কাজ করবেন বাংলাদেশের মডেল-অভিনেতা কাজী আসিফ। ‘দার্জিলিংয়ের ভালোবাসা’ টেলিছবিতে আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সুব্রত গাঙ্গুলী। আসছে ঈদে বাংলাভিশনে এটি প্রচার হবে। রাশেদ রাহা পরিচালিত ‘দার্জিলিংয়ের ভালোবাসা’ টেলিছবির গল্প লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।