দিনাজপুরের বিরামপুরে স্থানীয়দের সহায়তার জাল টাকা ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে বিরামপুর উপজেলার দেবরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে এক হাজার টাকার ৬টি জাল নোট ও ৩১পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন, বিরামপুর উপজেলার দেবরপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৫৫) এবং একই এলাকার নজরুল ইসলাম (২২)।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জালটাকা ও ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটকের সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক খুরশিদ আলম পুলিশ দল নিয়ে দেবরপাড়া গ্রামে অভিযান চালান। এসময় দেবরপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৫৫) ও নজরুল ইসলামকে (২২) স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেলসহ আটক করেন। তাদের দেহ তল্লাশি করে এক হাজার টাকার ৬টি জাল নোট ও ৩১পিচ ইয়াবা উদ্ধার করা হয়।