বিএনপিকে উদ্দেশে করে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ষড়যন্ত্র করা আপনাদের খাসলত। ষড়যন্ত্র করা বাদ দিন। আন্দোলন ও ষড়যন্ত্র করে এই সরকারের কিছুই করতে পারবেন না। আমরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব। আজ বুধবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকলেই এ দেশের মানুষ সত্যিকারের স্বাধীনতার স্বাদ পায়। যিনি পাকিস্তানের মেহমান ছিলেন তিনি কখনোই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেননি সেটা দেশের জনগণ দেখেছে। ২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন দেশে ৩০ লাখ টন খাদ্য ঘটতি ছিল। এখন কিছু হলেও আমরা খাদ্য রপ্তানি করতে পারছি। আজকের উন্নয়নশীল বাংলাদেশ আগামীতে উন্নত দেশ হবে। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা এম এ গণী, সংগঠনের সদস্য হারুন চৌধুরী, লুৎফুর রহমান প্রমুখ।