চট্টগ্রামের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা পাকিস্তানে তৈরি ৪ হাজার ৩২০ পিস রং ফর্সাকারী ক্ষতিকর ক্রিম ও তুরস্ক থেকে আসা পাঁচ কার্টন আমদানি নিষিদ্ধ ওষুধের চালান জব্দ করেছে।
আজ বৃহস্পতিবার অধিদফতরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ নগরের ফকিরহাট এলাকার বৈদেশিক ডাক কার্যালয়ে অভিযান চালিয়ে এগুলো জব্দ করেন।
আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মারাত্মক ক্ষতিকর রং ফর্সাকারী আমদানি নিষিদ্ধ ৪ হাজার ৩২০ পিস গোরি ক্রিম ও ৩০ হাজার পিস বিভিন্ন ব্রান্ডের ওষুধ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা ২৩ লাখ ৪৮ হাজার টাকা। ’